কাগজপত্রাদি নিয়ে স্বপ্ননীড়ে উঠলো বালাগঞ্জের ১৪০ পরিবার
প্রকাশিত হয়েছে : ৫:২৫:২৪,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১
জাগির হোসেন:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ১৪০টি অসহায় পরিবারকে আধাপাকা ঘর ও ২শতক জমি দলিল করে হস্তান্তর করলেন উপজেলা প্রশাসন। দেশের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই ঐতিহাসিক কাজের উদ্বোধন করেন। উদ্ভোধনের সাথে সাথেই উপজেলা প্রশাসন উপকারভোগীদের কাছে ঘরের সব ধরনের কাগজপত্র হস্তান্তর করেন।
এদিকে বালাগঞ্জ উপজেলা মিলনায়তনে গৃহ প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উপ-পরিচালক, স্থানীয় বিভাগ মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল, কবি সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি, উপজেলা প্রকৌশলী কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক, বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, চেয়ারম্যান মতিন মিয়া, হিমাংশু রঞ্জন দাস, আব্দুল মুনিম, সাংবাদিক আবুল কাসেম অফিক, সি.এ সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক জাগির হোসেন, তারেক আহমদ সহ প্রমুখ।