আমি কিন্তু এখন আর আবাদি নায় : সিলেটে মাহিয়া মাহি
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:০২,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
নিজেকে আবাদি নয়, সিলেটি বলে দাবি করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। আজ শুক্রবার সিলেটে র্যাব ফোর্সেস হাফ ম্যারাথনে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি করেন।
এসময় তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, আমি যেহেতু সিলেটের বউ, তাই আমিও এখন সিলেটি। আমি কিন্তু এখন আর আবাদি নায়।
মাদক এবং সন্ত্রাসবাদকে না বলুন প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমি চাই মাদক বিরোধী অভিযানটা সিলেট থেকেই শুরু হোক। আগামী বছর এই মঞ্চে এসে যেন বলতে পারি সিলেট মাদকমুক্ত।