রাজনগরে অভিনব কায়দায় লাখ টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:৫১,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর অভিনব কায়দায় এক নারীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী। বুধবার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের মহিলার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের টেংরাবাজার রূপালী ব্যাংকের শাখা থেকে ওই নারী এক লাখ টাকা উত্তোলন করে উপজেলার ডেফলউড়া গ্রামের বাড়ির সামনে পৌঁছলে দুই মোটরসাইকেল আরোহী তাকে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। ওই মহিলা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এখনও লিখিত অভিযোগ আসেনি। তবে টাকা উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।