ব্রিটেনে ১৪ বছরের শিশুর হাতে খুন হন সিলেটের হেদায়েত, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ৬:০৫:৩৫,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
ব্রিটেনের ম্যানচেস্টারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নওয়াব খুন হয়েছেন। গাড়ী ছিনতাইয়ের সময় গুরুতর আঘাতের শিকার হলে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৪ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। আইনি বাধ্যবাধকতার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ম্যানচেস্টারের টেমসাইটের বাসিন্দা রেস্টুরেন্ট ব্যবসায়ী ও বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হাজী হেদায়েতুল ইসলাম নওয়াব (৫৩)। ম্যানচেস্টারের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সাংবাদিক তৈয়বুর রহমান শ্যামল নিহতের স্বজনদের বরাতে জানান হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধরে ম্যানচেস্টারে বসবাস ও ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকেলে হেদায়েতুল ইসলাম নওয়াব নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রোমেলি এলাকায় যান। সেই সময় ১৪ বছরের এক শিশুতাকে আঘাত করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নওয়াবকে হাসপাতালে নেওয়া হলে রবিবার তিনি মারা যান। ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লিয়াম বোর্ডেন জানান, এই ঘটনায় ১৪ বছরের এক শিশুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ হেদায়েতুল ইসলাম নবাবের হত্যাকাণ্ডের ঘটনায় ম্যানচেস্টারের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।