ইয়াবা ব্যবসায়ী সুয়েব গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫:০০:৪৩,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিমানবন্দর থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইকবাল আহমদ সুয়েবকে (২৮) গ্রেফতার করেছে। সে বড়বাজার এলাকার ২৮নং বাসার মনির মিয়ার ছেলে। এসময় পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বিমানবন্দর থানার এসআই শেখ মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল বড়বাজার চিপা গল্লি থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়েরে করে।