ওসমানীনগরে বন্দুকের গুলিতে শিশু নিহত ঘটনায় থানায় মামলা দায়ের, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:০০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০২১
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বন্দুকের গুলিতে শিশু ইব্রাহিম আহমদ (৬) নিহত হবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃধবার রাতে ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য বাদি হয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় একমাত্র আসামি করা হয় উপজেলার চক ইছামতি গ্রামের আলা উদ্দিন আহমদের ছেলে ফরহাদ আহমদ(৪০)। মামলা নং-০৮।
গত বুধবার রাতে পুলিশের হাতে আটককৃত ফরহাদকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ফরহাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।