বিশেষ ছাড়ে ফোন বিক্রি করছে গোয়ালাবাজারের শাবানা টেলিকম
প্রকাশিত হয়েছে : ১১:৩১:৫৪,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
আমরা সবাই আমাদের স্মার্টফোনের মাধ্যমেই সব কাজ করে থাকি। আমরা আমাদের রোজকার ব্যবহারের সব কাজ থেকে শুরু করে স্যোশাল মিডিয়া অ্যাক্টিভেটি আর সব কিছুই ফোনে করি। এমনকি ব্যাঙ্কের কাজও এখন আমরা আমাদের স্মার্টফোনেই করতে পছন্দ করি। আর যারা ছবি তুলতে ভালবাসে কিন্তু বড় ক্যামেরা বা ডিএসএলআর কেনা সম্ভব হচ্ছে না তারাও এখনকার ফোনের দারুন সব ক্যামেরার মাধ্যমে দারুন ফটোগ্রাফি করে থাকেন। মানে সোজা কথায় এখন এক একটি স্মার্টফোন যে কোন জিনিসের সম্পূর্ণ প্যাকেজ হিসাবে এসেছে।
এবার আমাদের জীবনধারা আরো সহজ করে দিতে ভূমিকা নিয়েছে শাবানা টেলিকম। ওসমানীনগর উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের হারিছ ম্যানসনে অবস্থিত শাবানা টেলিকম এবার বিশেষ ছাড়ে স্মার্টফোন বিক্রি করছে। শাবানা টেলিকমে বিশেষ ছাড়ে সামসাং,শাওমি, রিয়েলমি সহ বিভিন্ন ধরনের ফোন পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে শাবানা টেলিকম থেকে আজই আপনার পছন্দের ফোনটি কিনে ফেলুন।
যোগাযোগঃ হারিছ ম্যানসন, দক্ষিন জামে মসজিদ রোড, গোয়ালাবাজার।
ফোনঃ ০১৭১০৯০৪০৫৮ ও ০১৭১২১২৫৪৯৫।