ওসমানীনগরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:১৪,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২১
117 - 117Shares
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন ১০ জন যাত্রী।
জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওসমানীনগরের ইলাশপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওসমানীনগর থানা পুলিশ। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাস থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৪ জনকে ওসমানীনগরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, বগুড়া থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন যাত্রীরা।
117 - 117Shares