গায়েবি মামলায় হয়রানির শিকার সিলেটের এক পরিবার
প্রকাশিত হয়েছে : ২:৪৮:৩৮,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথে কোনো ঘটনাই ঘটেনি, তারপরও গায়েবি মামলায় হয়রানির শিকার একটি পরিবার। ৭ জানুয়ারি ওই গায়েবি মামলাটি দায়ের করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৩৫)।
ওই মামলায় হয়রানির শিকার পরিবারের লোকজন হচ্ছেন বাদিনীর চাচাতো ভাসুর মনোফর আলী ও তার পুত্র জাহেদ আলীসহ ৫ জন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১৫ ডিসেম্বর আসামিরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট করেন। আর এ ঘটনায় তিনি থানায় ওই মামলাটি দায়ের করেছেন।
কিন্তু স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন তাদের মধ্যে মারামারি তো দূরের কথা কোনো ঘটনাই ঘটেনি।
স্থানীয় মেম্বার আব্দুল মজিন বলেন, তিনি খবর পেয়ে গ্রামের কয়েকজন মুরব্বিয়ানকে জিজ্ঞাসা করলে এর কোনো সত্যতা পাননি।
এমনকি একই বাড়ির উভয়পক্ষের ভাতিজা স্কুলপড়ুয়া ছাত্র তানভির আহমদও জানায়- সেদিন তাদের বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, গত বছর সেপ্টেম্বর মাসে লুডু খেলা নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গত ১ অক্টোবর মনোফর আলী বাদী হয়ে মাহমুদ আলীসহ তার পরিবারের ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি শামীম মূসা বলেন, ওই নারীকে হাসপাতালে ভর্তি দেখে তারপর মামলা রেকর্ড করা হয়েছে।সুত্রঃযুগান্তর