নবীগঞ্জে আলোচনায় তরুণ দুই আইনজীবী
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:১৪,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
নবীগঞ্জে আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ শাহাবুদ্দীন এমপির জামাতা আলহাজ গোলাম রসুল রাহেল চৌধুরীর সমর্থনে গণসংযোগে ঝড় তুলেছেন দেশের আলোচিত তরুণ আইনজীবী কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার রাতে নৌকার সমর্থনে আয়োজিত গণসংযোগ পূর্বক সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ছাবির আহমদ চৌধুরীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এডভোকেট অলিউর রহমানের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। ব্যারিস্টার সুমনের আক্রমণাত্মক বক্তৃতার বিপরীতে সম্প্রীতির আহ্বান জানান বিএনপি সমর্থিত তরুণ আইনজীবী অলিউর রহমান। আওয়ামী লীগ মনোনীত গোলাম রসুল রাহেল চৌধুরীকে উদীয়মান তরুণ, দানশীল ও সজ্জন ব্যাক্তি হিসেবে অভিহিত করেন তিনি। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের গণসংযোগকালে স্থানীয়ভাবে ব্যবহৃত একটি শব্দের ব্যবহার নিয়ে চলছে তুমুল আলোচনা। সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীকে ‘বইতল’ বলেছেন। এই শব্দটির ব্যবহার স্থানীয়ভাবে অগ্রহণযোগ্য। সুমন বলেছেন, তাদের প্রার্থী ‘বইতল’ হলে সেখানকার ওসি, ইউএনও, কানাডাপ্রবাসীসহ সবাই বইতল। সায়েদুল হক সুমনের এমন বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। কারও ‘ঠিক ঠিকানা নেই’ বা ভবঘুরে বোঝাতে গিয়ে স্থানীয় ভাবে বইতল শব্দের ব্যবহার হয়। গতকাল রাত ১২টায় আয়োজিত ঘরোয়া সভায় সুমন বলেন, ‘রাহেল বইতল হলে কানাডার শতভাগ মানুষ বইতল, লন্ডনের ৮০ শতাংশ বইতল।
এ নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী এবং আমি নিজেদের মতো করে গণসংযোগ করছি। কিন্তু শুক্রবার রাতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিয়ে মিথ্যাচার করে মাঠ উত্তপ্ত করছেন সুমন। তিনি আমার বিরুদ্ধে অশ্লীল ভাষা ও মিথ্যাচার করে ভাইরাল হতে চাইছেন। বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তরুণ আইনজীবী এডভোকেট অলিউর রহমান বলেন, সম্প্রীতির শহর নবীগঞ্জে উত্তাপ ছড়িয়ে কাজ হবে না। ধানের শীষের সমর্থনে গণজাগরণ হয়েছে। মিথ্যাচারে কাজ হবে না। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত গোলাম রসুল রাহেল চৌধুরীকে শহরের ঐতিহ্যবাহী পরিবারের বাসিন্দা ও সজ্জন ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি।
সার্বিক বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ গোলাম রসুল রাহেল চৌধুরী বলেন, নৌকার সমর্থনে গণজোয়ার তৈরি হয়েছে। ১৬ই জানুয়ারি উন্নয়নের মহাসড়কে ভোট বিপ্লব ঠেকাতে স্বাধীনতাবিরোধী পরাশক্তি গুজব ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।সুত্র-মানবজমিন