স্বরবর্ণের সভাপতি তোফায়েল সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক আল আমিন
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:১৪,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০২০
তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন ‘স্বরবর্ণ’ এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ নেভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের গ্রীণ লীফ গেষ্ট হাউজে এক সভায় তোফায়েল পাপ্পু কে সভাপতি, মোহাম্মদ নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মো. আল আমিনকে সাংগঠনিক পদে ঘোষণা করেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান মৃদুল ভট্টাচার্য।
সংগঠনটির কমিটি গঠনের লক্ষে তিনটি পদে নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে একাধিক কোন প্রার্থী না থাকায় এই তিনজনকে নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সভাপতি এবং সমদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন পরিচালনা কমিটি মৃদুল ভট্টাচার্য মান্না এবং প্রিয়াংকা গোস্বামী। আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয় তারা।
এসময় মৃদুল ভট্টাচার্য মান্না বলেন” সবার মতামত নিয়ে সাপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয় এবং তাদেরকে নির্বাচিত করা হয়। নির্বাচনে জয়ী হওয়া সবাইকে সংগঠনের সদস্যরা আনন্দের সহিত গ্রহণ করে নিয়েছে। আমরা আশা করছি নতুন কমিটির হাত ধরে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
উল্লেখ ২০১৫ সালে এই সংগঠনটি দরিদ্র ও এতিম সমাজকল্যান সংস্থা নামে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০১৯ সালে স্বরবর্ণ নামে নামকরণ করা হয়। সংগঠনটি প্রতিবছর অস্বচ্ছল ছাত্রছাত্রীদের ভর্তি এবং টিউশন ফি, বিয়ে খরচ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষুদে আনন্দ এবং আন্তঃস্কুল মেধামূল্যায়ন পরীক্ষা, শীত বস্ত্র বিতরণসহ নানাবিধ কার্যক্রম করে থাকে।