ওসমানীনগরের তাজপুর ও গোয়ালাবাজারে নতুন কাজী কালাম আজাদ ও আব্দুল মোমিন
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৪০,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২০
89 - 89Shares
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ারাবাজার ইউনিয়নে দুইজন নতুন কাজী নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭ বিধি মোতাবেক এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নে বিবাহ ও তালাক রেজিস্ট্রারের লাইসেন্স প্রদান করেন। নিয়োগ প্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) হচ্ছেন, ৬ নং তাজপুর ইউনিয়নে মাওলানা আবুল কালাম আজাদ ও ৫ নং গোয়ালাবাজার ইউনিয়নে মাওলানা আব্দুল মোমিন।
জানা যায়, অবসরজনিত কারণে এ দুটি ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার পদ শূণ্য হয়ে পড়ে। এতে নিয়োগ কমিটি বিধি মোতাবেক ৩ জনের প্যানেল তৈরি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিচার শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব মো: আনোয়ারুল হক গত ১১ ডিসেম্বর নং বিচার-৭/২-এন-৮৬/৭৫-২২৭ স্মারকে স্বাক্ষরিত মোহাম্মদ আবুল কালাম আজাদকে এবং আব্দুল মোমিনকে নং বিচার-৭/২-এন-৮৬/৭৫-২২৬ স্মারকে নিয়োগ প্রদান করেন।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপরোক্ত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা রেজিস্ট্রারের কাছে অনুলিপি প্রেরণ করা হলে জেলা রেজিস্ট্রার মুনসী মোকলেছুর রহমান গত ১৮ নভেম্বর নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করেন। যার স্মরাক নং ২৩৩৩(৩) এবং ২৩৩৭(৩)।
কাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কাজী আব্দুল মোমিন বিধি মোতাবেক গত ২৫ নভেম্বর মুদ্রণ, লেখ সামগ্রী ফরম ও প্রকাশনা অথিদপ্তর সিলেট আঞ্চলিক অফিস থেকে নিকাহ ও তালাক রেজিস্ট্রারের প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন করেন। এর মাধ্যমে সকল অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে নিজ নিজ ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রারের কার্যক্রম তারা শুরু করেন।
নিয়োগ প্রাপ্ত দুই কাজী গত বুধবার সকল কাগজপত্র পাওয়ার পর নিয়োগ (প্যানেল) কমিটির সভাপতি, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের সাথে দেখা করে নিয়োগের বিষয়টি অবহিত করেন। এ সময় সংসদ সদস্য মোকাব্বির খান দুই কাজীকে সততা এবং সচ্চতার সাথে কাজ করে মানুষের সেবা করার দিক নির্দেশনা দেন।
89 - 89Shares