এসআই আকবরের টিন সেডের সেই বাড়ি এখন স্বর্ণমহল
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৫৫,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০২০
783 - 783Shares
সুরমা নিউজ :
সিলেটে চাকরী করতে এসে রায়হান হত্যার আসামী আকবর ভুইয়ার হাতে যেনো চলে এসেছিলো সোনার পাথর বাটি। শাহজালালের পুণ্যভুমে মাত্র ৬ বছর চাকরী নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এর বেড়তলা বগইর গ্রামে আকবর গড়েছেন প্রাসাদোপম বাড়ি। বাড়িটি রাজমহলের না হলেও স্বর্ণমহল বলে খ্যাত। বাড়িটির মালিক বিপথগামী পুলিশ সদস্য এস আই আকবরের। ছিলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এখন তিনি নায়ক থেকে খলনায়ক।
সরেজমিন বেড়তলার বগইর গ্রামে গিয়ে দেখা যায়, আশুগঞ্জ বন্দর এলাকা সংলগ্ন বাড়িতে নান্দনিক ডিজাইনের একতলা ভবন। বাড়ির চারদিক বাউন্ডারি করা হয়েছে। প্রবেশের মূল ফটক কারুকার্যে ভরপুর। ৬ বছর আগে এসআই আকবরের বাড়িটি ছিল টিন সেডের। পুলিশে যোগ দিয়েই রাতারাতি বদলাতে শুরু করেন তিনি।
জানা গেছে সিলেট রেঞ্জে ২০১৪ সালে এসআই পদে যোগ দেন আকবর। এরপর থেকেই নাকি তার পরিবারের দিন ফিরতে শুরু করে। বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, প্রতিবছর কিনেছেন নতুন নতুন জায়গা, প্লট । এমনকি ওই এলাকায় যে কেউ জায়গা বিক্রি করতে চাইলে,তা কিনে নিতেন আকবর। অথচ তার বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। সি গ্রেডে এসএসসি পাশ করা যে ছেলেকে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলেন সেই ছেলের হাতেই যেনো চলে এসেছিলো সোনার পাথর বাটি।
783 - 783Shares