শ্রীমঙ্গলে চাল চুরির মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৯:২৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
চাল চুরির মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপির ২ নং ওয়ার্ড সদস্য মো. মোছাব্বির মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় ডোবাগাও গ্রামের শাহজাহান মিয়া ও আরজু মিয়া নামে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত দুই উপকারভোগী সংবাদ সম্মেলন ডেকে চাল না পাওয়ার যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। সোমবার দুপুরে ৪নং সিন্দুরখান ইউপি চত্তরে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকারী কর্মসূচীর এই চাল বিতরণের দায়িত্ব সংশ্লিষ্ট ডিলারের।
ইউপি সদস্য মোছাব্বির মিয়া সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আামার নির্বাচনী প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে স্থানীয় জালাল উদ্দিন, বদরুল ইসলাম সোহেল, বজলুল হোসেন, আব্দুস শহীদ, ইউসুফ আলী, তোয়েল আহমেদ, নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।#