বালাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৫:২৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
‘‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, তথ্য অধিকার সংকটে হাতিয়ার’’ এই শ্লোগান ও প্রতিপাদ্য সামনে রেখে বালাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ সেপ্টেম্বর) সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)পলাশ মন্ডল।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। তিনি বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ এ সরকারের সচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনে সবার তথ্য চাওয়া তার নিজস্ব অধিকার, এ আইনে কোন বিষয়টি জানতে সচ্ছতার লক্ষে দিতে বাধ্য থাকিবে।বিশেষ করে সাংবাদিক মহল স্পর্ষ্ট করে কোন বিষয়ে জানতে চাইলে তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে।
এসময় উপস্থিত ও বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা’র সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, সদস্য তারেক আহমদ, আবুল কাশেম অফিক, সাংবাদিক জাগির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুঁইয়া, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. রাশেল গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা তথ্য কর্মকর্তা আশরাফুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক। এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।