রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৫:২৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণের উদ্বোধন করেন মৌলভীবাজার ও রাজনগর সংসদীয় আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, মৌলভীবাজার সিভিল সার্জন ডা: তউহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথী কাননগো, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সায়েক প্রমুখ।
এছাড়াও রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি মইনুল ইসলাম খান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা যায় ১৩ কোটি ৩৯ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট একটি ওপিডি ভবন, দুই তলা বিশিষ্ট ডক্টরস কোয়ার্টার্স, পাচ তলা বিশিষ্ট কনসালটেন্ট এন্ড মেডিকেল অফিসার ডরমিটরি, তিনতলা বিশিষ্ট নার্স ডরমিটরি, দুই তলা বিশিষ্ট স্টাফ ডরমিটরি, গ্যারেজ ও সাব স্টেশন নির্মাণ করা হবে।