সিলেটে ১২ হাজার ৫৮৯ জনের শরীরে করোনার সংক্রমণ, মৃত্যুর সংখ্যা ২১৬
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের চার জেলায় মারা গেছেন ২১৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৮৯ জন। আর সুস্থ্ জীবনে ফিরে এসেছেন ১০ হাজার ৩১৪ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য’র কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তি সূত্র জানায়, করোনাভাইরাসে মোট ১২ হাজার ৫৮৯ জন আক্রন্তের মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৮২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৩০ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৪০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯২ জন।
আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগের চার জেলায় মারা গেছেন ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।