ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে সাইফুর-অর্জুন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও আরেক আসামি অর্জুন লস্করকে আদালতে তোলা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১১ টা ৫১ মিনিটে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ সাইফুর রহমানের আদালতে তোলা হবে।
মামলার অপর আসামি রবিউল ইসলামকে বিকেলে আদালতে তোলার কথা রয়েছে। আলোচিত এ মামলায় এই তিনজনকে এ পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া আটক বাকি তিনজন মাহমুদুর রহমান রনি, রাজন এবং আইনুলকে র্যাব হেফাজতে রাখা হয়েছে। তবে তাদেরকে কখন থানায় হস্তান্তর করা হবে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি র্যাব।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পরে রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের হাকিম শারমিন খানম নিলার কাছে সেই রাতের ঘটনার জবানবন্দি দেন নির্যাতনের শিকার তরুণী। এসময় তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আর আদালত তরুণী জবানবন্দি রেকর্ড করেন।