গোলাপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৯:৩২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট বিভাগের শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে গোলাপগঞ্জ উপজেলা পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রদল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ঢাকাদক্ষিণ ডাকবাংলা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিণ করে ঢাকাদক্ষিণ বাদামের চৌমুহনী পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্নার সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলনেতা কামিল আহমদ তালুকদার এর সঞ্চালনায় মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান জোনাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলনেতা জাহেদ আহমদ,মাছুম আহমদ,জাকু আহমদ,গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হেলিম আহমদ,জুবায়ের আহমদ রাজু, নাসির আহমদ আপন,রুহেল আহমদ, পৌর যুবদল নেতা রাজু আহমদ তালুকদার ,উপজেলা যুবদল নেতা জুনায়েদ রহমান বাবলু , বাবর খান,বাবুল আহমদ,জুয়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা আলী আহমদ, জাকির হোসেন জুনেদ, সুজন আহমদ সুনু,মাজহারুল ইসলাম, দুলাল আহমদ,দিদারুল ইসলাম সাজু, রবিউল ইসলাম রবি,শফি আহমদ চৌধুরী,আবু বক্কর,ডি এক্স ইমরান, আরিফ আহমদ,মুন্না আহমদ, জাকির চৌধুরী,রাহি আহমদ,জাবেদ আহমদ,নাজু আহমদ, সাদিক সুমন, মাজেদ আহমদ,এলেক্স তামভীর,সবুজ আহমদ, জাকির আহমদ,নিরু আহমদ কামরুল,পৌর ছাত্রদল নেতা, তানহার আহমদ পলাশ,শিপলু আহমদ,সুমন আহম, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রদলের হয়ে বক্তব্য রাখেন ছাত্রদলনেতা- সুবেদ আহমদ, এমরান হোসেন,সুহেদ আহমদ,তোফায়েল আহমদ সুমেল, নজমুল চৌধুরী ফাহিম,নাদির আহমদ, রাসেল আহমদ,জয়রুল ইসলাম জয়,তায়েফ আহমদ রুহেল,মোস্তাক চৌধুরী,নিশাত মোস্তফা ইনান,জাহিদুল ইসলাম রিপন,নাসিম আহমদ,সায়েম আহমদ,হোসাইনুজ্জাম্মান ওলি, সাইফুল ইসলাম,লিমন রনি,সুমায়েল আহমদ অপু,কাওসার আহমদ।
সমাবেশে সিলেট জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান জোনাক বলেন, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ এমসি কলেজ। ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা সিলেটে শত বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সকল ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
এছাড়াও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাদিব, রুহেল আহমদ, ইব্রাহিম, শাওন,ইমন, মাজেদ,ময়নুল, পারভেছ, পাবেল, মামুন, আবিদ, মুমিন খান, সাকেল, ফাহিম, মিলাদ, জাহিদুল, সামাদ, মাসকাল, রাজু মিয়া, মারজান আহমদ, হেলাল খান, মিনহাজ আহমদ,ফরহাদ আহমদ, নয়ন, জাকারিয়া, তামভীর, হাসান, অমিত, জাবরুল আহমেদ রাফি, আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, নাহিদ, ইমন আহমদ, শাহরিয়া মেহেদি মাহিন, ফাহিম আহমেদ, সাদিকুর রহমান প্রমুখ।