এমসি কলেজে ধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৬:০৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমসি কলেজে ধর্ষণ কাজের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রোববার ২৭ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন চলা কালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহর কমিটির সভাপতি ফাহিম আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রায়হান শিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন দেশে এখন বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ও বিচারহীনতার কারণেই ধর্ষণের মত বর্বও ঘটনা বেড়ে চলেছে। দেশের বিভিন্ন সাথানে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তাই দোষীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজকে মানুষের বসবাস উপযোগী করে তোলার দাবী জানান বক্তারা।