সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৬, সংক্রমিত রোগী ১২৫৩১ জন
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ দুজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৬ জনে। এরমধ্যে সিলেটে ১৫৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন রয়েছেন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ২৬৮ জনে।
গত ১০ মার্চ থেকে রোববার পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন সিলেট জেলায় ৫ হাজার ৩৪৫, সুনামগঞ্জে ২০৬৪, হবিগঞ্জে ১২৯৭ এবং মৌলভীবাজারে ১৫৬২ জন।
অন্যদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বিভাগে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ১২৫৩১ জনে।
এসব রোগীদের মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৭৮৭, সুনামগঞ্জে ২ হাজার ৩২৩, হবিগঞ্জে ১ হাজার ৭৩৯ এবং মৌলভীবাজারে ১৬৮২ জন রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।