সে রাতে কী ঘটেছিল ? বর্ণনা দিলেন এমসির ছাত্রাবাসে ধর্ষিতা তরুণী
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৩:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আদালতে জবানবন্দি দিয়েছেন সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হওয়া তরুণী। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে তিনি সে রাতে কী ঘটেছিল তার বর্ণনা দেন।
সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেওয়া শুরু করেন। এখন আদালত তার জবানববন্দি লিবিবদ্ধ করছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে এমসি কলেজে বেড়াতে যান এক দম্পত্তি। ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে আসে। সেখানে দুজনকেই মারধর করে তারা। পরে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার তরুণী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি আছেন।
এঘটনায় শনিবার ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার স্বামী। পুলিশ রোববার সকালে সুনামগঞ্জ থেকে প্রধান আসামি সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে আরেকর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে।