উপ-নির্বাচনে শামীম আহমদ চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদপ্রার্থী শামীম আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
এসময় শামীম আহমদ চৌধুরীসহ মোট ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন- আব্দুল আউয়াল কয়েছ, খালেদ মাহমুদ ও জাহেদ হাসান।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ইছনের মৃত্যুতে উক্ত ওয়ার্ডটির সদস্য পদ শূণ্য হয়ে গেলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের আনুষ্ঠানিকতার তফশিল ঘোষণা করে। আগামী ২০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।