ধর্ষক সাইফুর আনহার মিয়ার কেউ নন, একই এলাকার বাসিন্দা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটে এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইর পাড়া গ্রামে। একই গ্রামের বাসিন্দা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সাইফুর আনহার মিয়ার চাচাতো ভাই বলে পোস্ট করছেন অনেকে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে আনহার মিয়া জানান, সাইফুর তার ভাই বা চাচাত ভাই কিছুই নয়। একই গ্রামের বাসিন্দা হিসেবে যেকারো সাথে সম্পর্ক থাকতেই পারে।
এসময় তিনি বিভ্রান্তকারীদের কাছে প্রশ্ন রাখেন, ‘সাইফুর আমার ভাই বা চাচাতো ভাই হয় কিভাবে? যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনারাও যদি তার এলাকার বাসিন্দা হতেন তবে কি তাকে ভাই দাবি করে তার অপকর্মের দায়টুকু আপনি নিতেন?’
তিনি বলেন, শতাব্দীর মহিরুহ এমসি কলেজ আজ কলঙ্কিত। আমাদের গৌরবদীপ্ত ইতিহাসে’র শতবর্ষের ঐতিহ্য এমসি কলেজ ছাত্রাবাসে গনধর্ষনকারী নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমার পরিবারের কেউ হলেও আমি এদের বিচার চাইতাম। আমি আমার অবস্থান থেকে সবসময় দোষীদের বিচার চাই।