আলহেরা আইডিয়াল একাডেমিতে শিক্ষক ও অবিভাবক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আলহেরা আইডিয়াল একাডেমিতে শিক্ষক ও অবিভাবক মতবিনিময় সভা একাডেমি হলরুমে অনুষ্টিত হয়।
শনিবার(২৬ সেপ্টেম্বর) আলহেরা আইডিয়াল একডেমির পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর-এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান সঞ্চালনায় অনুষ্টিত সভায়, দেশের ক্রান্তিকালে অভিবাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের পড়াশোনা খোঁজখবর নেওয়া হয়। এবং আগামীদের পড়াশোনা ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।
সরকার প্রদত্ত বাংলাদেশ সংসদ টিভির ও অনলাইন ক্লাসের বিস্তারিত সারগর্ভ আলোচনা করে সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাসরুটিন প্রদান করে টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়। সরকারের আগামী নির্দেশনা মোতাবেক একাডেমি খোলার সিদ্ধান্ত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাঁড়িয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো. আব্দুল হান্নান, পরিচালনা পরিষদের সহকারি ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল নিখিল রঞ্জন দাস, একাডেমির শিক্ষক সাকিব সারোওয়ার, সাংবাদিক-শিক্ষক জাগির হোসেন, মারুফ আহমদ, আলী আকবর, মুরছালিন আহমদ, শিক্ষিকা রুজী বেগম, রেজী বেগম সহ অভিবাবক মন্ডলী।