এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ : যা বললেন মিসবাহ উদ্দিন সিরাজ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
এমসি কলেজ ক্যাম্পাস থেকে শুক্রবার রাতে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ, মানববন্ধনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নিজের ফেসবুক আইডিতে এ ঘটনার নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
সেই স্ট্যাটাস পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:-
‘সিলেট শহরে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে টানা তিনবার দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে,জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে সেই দুঃসময়ে অনেক কঠিন পরিস্থিতিতে অসংখ্য সহযোদ্ধার রক্ত আর ত্যাগের বিনিময়ে সিলেটের আজকের আওয়ামী লীগ।দুঃখের বিষয় টানা কয়েকবছর দল ক্ষমতায় থাকার কারনে বিভিন্নভাবে সারাদেশেই নানা অনাকাঙ্ক্ষিত মানুষের প্রবেশ ঘটেছে সংগঠনে।শাহজালাল, শাহপরান, শ্রীচৈতন্যদেবের পূন্যভুমি বলে সব জায়গায় পরিচিত এই সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষনের মত ঘটনা ঘটতে পারে তা চিন্তার বাইরে,এই অপরাধী গ্রুপ সে যেই হোক এদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ করছি সংশ্লিষ্ট সবাইকে।পাশাপাশি করোনাকালীন সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অনেক দিন থেকেই,সরকারি আদেশে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস, এমন পরিস্থিতিতে এমসি কলেজের ছাত্রাবাস কি কারনে কার নির্দেশে খোলা রয়েছে তার জন্য কলেজের অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের জবাবদিহি করা উচিৎ।’