“আমি বাঙ্গালি, আমি আজব”
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:১৩,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২০
আমি হুজুগে,আমি পাবলিক,আমি সব খাই;
আমি অবুঝ,আমি আতেল,বোধশক্তি যার নাই।
আমি শুনি আর করি বিশ্বাস,খোঁজতে যাইনা সত্য।
আমি মাতাল,যখন যা পাই তাই নিয়ে থাকি মত্ত;
বিদ্রোহ এখন পোস্ট আর স্টোরিতে চালাই,
তারপর আবার সেই ডাল সেই ভাতে হারাই,
আমার চেতনা থাকে একসপ্তাহ পর্যন্ত জাগ্রত,
ঘরে বসে ফেইসবুকে চাই বিচার,আমি লজ্জিত।
আল্লাহ যেনো আছে কোনও টাইমলাইনে ভাউ!
প্রার্থনা আজ ওয়ালে,’খোদা, মাফ করে দাও,
শুধু দেখি আর শুনি, আমার মুখতো বন্ধ,
সমাজে বন্ধ মুখের কদর জানি,বাকি সবাই মন্দ।
এদেশে লঞ্চ ডুবি হারায় তেরো ঘন্টার চক্করে,
শাহেদ হুজুরের গল্প লুকায় সাবরিনারও খপ্পরে।
মেজর সিনহা,অসি প্রদীপে পাই সিনেমাটিক ঘ্রাণ
আমি বাবা মালেক হবো,রাখবো তোমার মান।
ভেবেছিলাম কি সাক্ষী হবো এমন দিনের হায়!!
স্ত্রী যেখানে স্বামীর সাথে থেকেও সম্ভ্রম হারায়।
আমি উত্তাল হই,গরম হই,দুদিনেই ফের ঠান্ডা হই;
“আমি বাঙ্গালি, আমি আজব,
গজব যার কাছে হার মেনে যায়।”