সিলেটে কমছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট বিভাগে করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে। একইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। তাছাড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোনো রোগী মারা যাননি। তবে শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ২১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মারা যাওয়া এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার । এ জেলার ১৫৫ জন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। আর সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৯ জন।
এরমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৩১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ০৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯১ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে বিভাগে সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ৫০৩ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।