‘আগে এমসি কলেজ মেধাবীদের বাগান ছিলো এখন পরিণত হয়েছে খুনিদের অভয়ারণ্যে’
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এমসি কলেজে ধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন,অতীতে এমসি কলেজে অনেক সন্ত্রাসী কর্মকান্ড আমরা দেখেছি। একপর্যায়ে কলেজের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন হোস্টেল জ্বালিয়ে দেবার মতো ঘটনাও ঘটেছে। সর্বশেষ মতো জগণ্য ঘটনাও ঘটে গেলো। অতীতের সব ঘটনার বিচার হলে এমনটি হতো না।
তিনি বলেন, আগে এমসি কলেজ মেধাবীদের বাগান ছিলো, এখন পরিণত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। অতীতে আমাদের মুরব্বীরা ছিলেন। তারা কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক পরিদর্শন করে সেটি নিষ্পত্তি করে দিতেন। এখন আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি।