সিলেটকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়তে চাই: সিসিক মেয়র
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নগরের উন্নয়নে প্রতিশ্রুতি আর বাস্তবায়ন মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন টানা দ্বিতীয়বার দেশ সেরার অবস্থান ধরে রেখেছে। এই অর্জন সিলেট নগরের সকল নাগরিকের।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা নগরের শেখঘাট জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে কাউন্সিলরসহ সকলে মাঠে কাজ করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা হয়। প্রতিশ্রুতি বাস্তবায়নে শতভাগ কাজ হচ্ছে কি না তা নিশ্চিতে আমরা সকলে মিলে তদারকি করছি।’
মেয়র বলেন, ‘সকলের অব্যাহত সহযোগিতায় সিলেটকে আধ্যাত্মিক নগরের মর্যাদায় আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতায় পূণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী শেখঘাট জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ চলছে। ইসলামী স্থাপত্যরীতি অনুসরণ করে ২ কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্সটির দ্রুতই নির্মাণ কাজ সম্পন্ন হবে।’
এর আগে শেখঘাট জামে মসজিদে জুমআর জামাতে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মসজিদের পুনঃনির্মাণ কাজ পরির্দশন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, শেখঘাট জামে মসজিদ পুনঃনির্মাণ কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, কাউন্সিলর মো. সিকন্দর আলী, মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন প্রমুখ।