মধ্যরাতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অভিযান : দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার পর মধ্যরাতে ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। শুক্রবার মধ্যরাতে নগরীর টিলাগড় এমসি কলেজ ছাত্রাবাসে এ অভিযান চালায় পুলিশ। এসময় ছাত্রাবাস থেকে পিস্তলসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে ধরতে পারে নি পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে ধর্ষণে অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায় নি। তাদের ধরতে অভিযান চলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম। তিনি বলেন, এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণে অভিযুক্তদের রুমে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। যাদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী তার স্বামীকে নিয়ে এমসি কলেজের ঘুরতে গেলে ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাদের জোরপূর্বক ছাত্রাবাসে তুলে নিয়ে যান। সেখানে দুইজনকে মারধরের পর তরুণীকে ধর্ষণ করে।পরে রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পত্তিকে উদ্ধার করে। তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।