সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট শহরের আখালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ উদ্দিন (২২) নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আখালিয়া বিজিবির ৩ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরিদ উদ্দিন (২২) আখালিয়া ধানুহাটারপার গ্রামের রানা মিয়ার কলোনির জসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, ধানুহাটার পার কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫) ও মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮)।
জানা যায়- ফরিদ, রাশেদুল ও আলী হোসেন ৩ বন্ধু শাবিতে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়ে পথিমধ্যে আখালিয়া বিজিবি ক্যাম্পের ৩নং গেটের সামনে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এসময় মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক ফরিদ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আখালিয়া এলাকায় সন্ধ্যার পরপরই মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। বাকী দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’