আগে ওমান প্রবাসীদের ফেরা, পরে নতুন ভিসা
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২০, ৬:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ওমানে করোনাভাইরাস পরিস্থিতিতে নিজ দেশ আটকেপড়া প্রবাসীদের ফিরে আসার মূল্যায়নের আগে নতুন পর্যটন ও কাজের ভিসা (আকামা) দেওয়ার পরিকল্পনা সরকারের নেই দেশটির। এখন পর্যন্ত এ ধরনের নতুন কোনো ভিসা ইস্যু করা হয়নি।
ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি মন্তব্য করে বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনও নতুন পর্যটক বা কাজের ভিসা জারি করিনি’।
তিনি বলেন, ‘সুপ্রিম কমিটির বৈঠকে ভিসার ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বৈধ আবাসিক ভিসা প্রাপ্ত নাগরিক এবং বৈধ আকামার প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে ওমান প্রবেশের দরজা উন্মুক্ত করা হয়েছে। তারপরে এই অভিজ্ঞতা মূল্যায়ন করা যেতে পারে, সবার জন্য পথ খোলা সম্ভব কিনা? অন্যান্য ভিসায় ওমানে আসবে কিনা’।
করোনা প্রতিরোধে নিয়োজিত দেশটির সুপ্রিম কমিটি ১ অক্টোবর থেকে ওমানে বিমানবন্দরগুলি পুনরায় চালু করার পরে করোনা মহামারির প্রেক্ষিতে আটকেপড়া প্রবাসীদের দেশে ফিরতে অনুমতি দিয়েছে।
মন্ত্রী বলেন, ‘১ অক্টোবর থেকে ওমানে আগত ওইসব প্রবাসীদের অবশ্যই কমপক্ষে ৩০ দিনের জন্য একটি বৈধ আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা কভারেজ গ্রহণ করতে হবে। যদি কোনও লক্ষণ দেখা দেয় তবে এই বীমা ওমানে তাদের কোভিড-১৯ চিকিৎসার ব্যয়ভার বহন করবে’।
পরীক্ষা করা বাধ্যতামূলক এবং এজন্য বিমানবন্দরে ২৫ ওমানি রিয়াল চার্জ দিতে হবে। বিমানবন্দরে পৌঁছানার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা করা হবে। শুধু বিমানের ক্রু এবং ১৫ বছর বা তার কম বয়সের শিশুদের জন্য পিসিআর পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে।
বলা হয়েছে, ‘ওমানে আগত সবাইকে এক থেকে সাত দিনের জন্য তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে, যারা আট দিন বা তার বেশি দিনের জন্য ওমানে অবস্থান করবেন তাদের ‘‘তারাসুদ প্লাস ব্রেসলেট’’ অবশ্যই পরতে হবে এবং ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে’।
এর আগ ঘোষণা দেওয়া হয়, কেবল ওমানি নাগরিক এবং বৈধ আকামাধারী প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) পূর্ব অনুমোদন ছাড়াই ওমানে প্রবেশ করতে পারবেন।