সিলেটে সন্ধান মিলল নকল ইঞ্জিন অয়েলের কারখানার
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ খোজারখলায় নকল ইঞ্জিন অয়েল উৎপাদনের একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাশাপাশি বিভিন্ন বিদেশি ব্রান্ডের লগো ব্যবহার এবং নকল-ভেজাল ইঞ্জিন অয়েল উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির অপরাধে মুক্তা ট্রেডার্স নামক ওই প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর পরিচালিত এক যৌথ অভিযানে দক্ষিণ খোজারখলা এলাকার এক গলির ভেতরে ভাড়া বাসায় সন্ধান মেলে এ কারখানার।
এসময় দায়িত্বরত কর্মচারী খালেক মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১০ বছর যাবৎ তারা এ অবৈধ ব্যবসা করে আসছে । খালেক মিয়া জানান, প্রতিষ্ঠানটি গ্যারেজ ও দোকান হতে ব্যবহ্রত ইঞ্জিন অয়েল ও খালি কন্টেইনার সংগ্রহ করে। তারপর রিফাইন করে আবার বোতলজাত করে তুলনামূলক অল্পদামে তা সিলেট জেলার বিভিন্ন পাম্প, গ্যারেজ ও পার্টসের দোকানে বিক্রি করা হয়।
অভিযানে বিপুল পরিমান মবিল, সুপার ভি, মটোল, স্যাভনল, লিটেন, বাজাজ, টিভিএস, টোটাল, ক্যাসট্রোল সহ বিভিন্ন নামি দামি কোম্পানির লগো সংবলিত কন্টেইনার ও অব্যহ্রত স্টিকার জব্দ করা হয়।
এসময় বিভিন্ন কোম্পানির নামে ব্স্টিকার সংবলিত প্রায় ১ হাজার ৫০০ টি কন্টোইনার ও ২ হাজার লিটার ইঞ্জিন অয়েল জব্দ ও ধ্বংস করা হয়। এছাড়াও করাখানাটি থেকে অয়েল বোতলজাত করনের মেশিন, আয়রন, রং, ও বিপুল পরিমান ভেজাল ইঞ্জিন অয়েল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানাটি থেকে বিপুল পরিমান বিক্রয় রশিদের কার্বন কপি জব্দ করা হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সিলেট জেলায় ভেজাল ইঞ্জিন ওয়েল বিক্রি বন্ধ করতে আগামী সপ্তাহ থেকে প্রাপ্ত রশিদে উল্লেখিত নাম অনুসারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও র্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।