বালাগঞ্জ কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষের ১১তম প্রয়াণ দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ অপরাহ্ণ
বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন শীরু’র ১১তম প্রয়ান দিবস আগামীকাল (২৫ সেপ্টম্বর) শুক্রবার।
দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে ওই দিন বিকাল ০৩ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা ও আসরের নামাজের পর কলেজ সংলগ্ন ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসুচীতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী অনুরোধ জানিয়েছেন।