সিলেট সীমান্তে মাদকসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৬:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শ গ্রাম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় র্যাব তার কাছ থেকে ৪৬০ বোতল মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত কামিচুর রহমান (২৬) জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এরআগে বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনসহ র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।