দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৬:২৮ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন সুনন্দা রায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ন করেন।
মতবিনিময়ে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যকরী সদস্য আলাল হোসেন, সামিউল কবির, জামিউল ইসলাম তুরান ও ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
উল্লেখ্য, এসিল্যান্ড সুনন্দা রায় এর আগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনে তিনি উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।