সিলেটে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের সমন্বয়ে গঠিত র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজন হলো- কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকা দোহার থানাধীন চর নটাখোলা গ্রামের হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নামে-বেনামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান খুলে নিরীহ ও বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করে আসছিল এই চক্র।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।