নায়ক ইমনের সাথে জুটি বাঁধলেন সিলেটি সালওয়া
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক:
আবারও চলচ্চিত্র ক্যারিয়ারের নতুন মিশন শুরু করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮-এর প্রথম রানারআপ সিলেটের নিশাত নাওয়ার সালওয়া। চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের তৃতীয় ছবি ‘বীরত্ব’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। সাইদুল ইসলাম রানার চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণে এই ছবিটি অ্যাকশন-রোমান্টিক ধাঁচের। সালওয়া ছবিতে কিছু দিন আগে চূড়ান্ত হলেও চিত্রনায়ক ইমন মঙ্গলবার বিকালে চুক্তিবদ্ধ হন।
জানা যায়, করোনার পর আট মাস বিরতি দিয়ে এই সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়ক ইমন। ‘বীরত্ব’ ছবিতে আরও অভিনয়ে বড়দা মিঠু, নিপুণ, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার। ২ অক্টোবর থেকে ফরিদপুরে ‘বীরত্ব’ ছবির শুটিং হবে। এদিকে সালওয়া হ্যান্ডসাম আল্টিমেটম্যান এ কে আজাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। তিনি রিয়াদ রায়হানের সঙ্গে জুটি বেঁধে কবরী পরিচালিত অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’তেও কাজ করছেন।