তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২০, ৫:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুরে বেপরোয়া গতিতে চলা মোটারসাইকেলের ধাক্কায় সোরাব আলী ( ২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাতে তাহিরপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সোরাব কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বন্নিগ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ জানায়, তাহিরপুর- সুনামগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী মোটরসাইকেলচালক শনিবার রাতে ধুৎমা সড়কে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি পথে সোরাব আলীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। আহত অবস্থায় তাকে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোরাবকে মৃত ঘোষণা করেন।
রোববার রাতে তাহিরপুর থানা পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।