জগন্নাথপুরে স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ২:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে আফিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার রাতে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশাচালক রাজু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তান নিয়ে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে থাকছেন রাজু মিয়া। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে আফিয়ার মাথায় কোপ দেন রাজু। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আফিয়া। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী রাজু মিয়াকে আটক করা হয়েছে।