সুনামগঞ্জে সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে এক সন্তানের মা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ২:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের মা। উপজেলার সদর ইউপির বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাত বছর আগে বাজিতপুর গ্রামে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এদিকে, দেড় বছর ধরে একই গ্রামের মনির উদ্দিনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে প্রেম হয় ওই গৃহবধূর। বিষয়টি শ্বশুরবাড়িতে জানাজানি হয়ে যায়। পরে দেড় বছর আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে আসেন। এরইমধ্যে ২০ সেপ্টেম্বর দুপুরে বাবার বাড়ি থেকে আতিকের হাত ধরে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে সুনামগঞ্জ চলে যান ওই গৃহবধূ। কিন্তু সুনামগঞ্জে বিয়ের কাজ সম্পন্ন না করে নিজ বাড়িতে নিয়ে আসেন আতিক। বাড়িতে আসার পর আতিকের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। ওই সময় আতিককে বাড়ি থেকে বের করে দেন পরিবারের সদস্যরা। এরপর ২০ সেপ্টেম্বর থেকে আতিকের আশায় ওই বাড়িতে অনশন করেন গৃহবধূ।
গৃহবধূ বলেন, আমি আতিকের জন্য সংসার ছেড়েছি। আমি স্ত্রীর মর্যাদা চাই। আতিককে ছাড়া আমি বাঁচব না।
এ ব্যাপারে আতিকের বড় ভাই হাবিবুর রহমান বলেন, আমার ভাইয়ের বিয়ের বয়স এখনো হয়নি। অযথা আমার ভাইকে ও আমাদের পরিবারের লোকজনদের হয়রানি করতে বিয়ের দাবি করছেন এক সন্তানের মা।