সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজ ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। রোববার রাতে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাধানগর গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে শেখ মাহবুবুল আলম, বড় কাপন গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিনহাজুর রহমান ও নবীনগর গ্রামের রিয়াজ আহমদের ছেলে জাবির আহমদ নয়ন।
জানা গেছে, ইসলামপুর গ্রামের আমিরুল ইসলাম টিটুল ও ফখরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন পূর্বে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইপক্ষই থানায় মামলা দায়ের করেন। আমিরুল ইসলাম টিটুল তার শ্যালক শেখ মাহবুবুল আলমকে দিয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেন। ঘরে আগুন লাগানোর জন্য ঘরের মধ্যে কেরোসিন ছিটিয়ে আসবাবপত্র ভাংচুর করে অন্য সহযোগীদের দিয়ে ভিডিও ধারণ করে।
স্থানীয় লোকজন বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেখ মাহবুবুল আলম ও তার সহযোগীদের আটক করে। এ সময় পুলিশ কেরোসিনের বোতল, ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।