দখলকৃত খেলার মাঠ পুণরুদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অবৈধভাবে দখলকৃত কান্দি মাট পুণরুদ্ধারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ সোমবার দুপুর ১১ ঘটিকায় কলাবাড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি বিলাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুণ উর রশীদ এবং ক্রীড়া সংগঠক হুমনের যৌথ পরিচালনায় আয়োজিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন উত্তর রাজনগর স্পোর্টিং ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গা।
মুক্ত হাওয়ায় শ্বাস ফেলবার অধিকার শিশুদের জন্মগত অধিকার। শিশু কিশোরদের পাশাপাশি বয়স্কদেরও স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে খোলা জায়গার প্রয়োজনীয়তা অনেক। সারাদিন কর্মব্যস্ততার পরে সেখানে অবসরে একটু বসা যায়, প্রজন্মের খেলাধুলার মন্তস্তাতিক বিকাশের জন্য খেলার মাটের প্রয়োজনীয়তা অপরিসীম।ধীরে ধীরে ঐতিহ্যবাহী খেলার মাটটি অবৈধ ও অপরিকল্পিতভাবে দোকানপাট নির্মাণ ক্রাশার নির্মাণ, বালু খেকোদের জোর দখলের ফলে বিলীনপ্রায়। যতটুকু অবশিষ্ট আছে তা আনুষ্ঠানিক ও আইনগত ভাবে খেলার মাঠ হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে বিভিন্নভাবে দখল করার পায়তারাও চলছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভিন্ন ভিন্ন ক্লাব ক্রীড়াপ্রেমী সংগটক সহ সর্বস্তরের মানুষের প্রত্যাশা কলাবাড়ী খেলার মাঠবিহীন থাকবেনা। মাট পুণরুদ্ধারের দাবিতে মানববন্ধনে একাত্বতা পোষণ করেন কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব, টুকের গাও আদর্শ ক্লাব, উত্তর রজনগর ভাই ভাই স্পোর্টিং ক্লাব, পাড়ুয়া তরুণ সংঘ ক্লাব, ডাকঘর স্পোর্টিং ক্লাব, ভোলাগঞ্জ স্পোর্টিং ক্লাব, থানা সদর স্পোর্টিং ক্লাব, শাহ আরফিন স্পোর্টিং ক্লাব, ঢালারপাড় একতা যুব সংঘ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন -কলাবাড়ী ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মঈন উদ্দিন মিলন, জফুর মিয়া, টুকেরগাও আদর্শক্লাবের -রাসেল, রাজন, উত্তর রাজনগর ক্লাবের লিটন,আবুল হাসনাত পাড়ুয়া তরুণ সংঘের অফিক,ফারুক, ইকবাল, রিকসন,সুহেল, রাজ্জাক,কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের -আলীম, সজীব, সামসু, সাব্বির,কলাবাড়ি ক্লাবের নাজিম,ইকবাল,রাসেল,জুবায়ের সহ প্রমুখ।তাছাড়া উপস্থিত ছিলেন -সেলাল, মোহাম্মদ, শিব্বির,সালেহ আহমদ,রাকিব,তাজুল, আছরারুল, সমর,লায়েক,আলামিন, রহিম,আসাদুজ্জামান, শুক্কুর, রায়হান,আমির,জিয়া উদ্দিন জনি,সজীব, বিল্লাল(ঢালা), বিল্লাল,জামাল (নেউলি),জুনেদ, বদরুল, সালেহ আহমদ,কাওছার,ইমরান, জুবায়ের,আলীম উদ্দিন, আলী হোসেন, ফয়জুল হক,সহ প্রমুখ।
কালিবাড়ি যুব সংঘ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা সজীবুল ইসলাম জয় বলেন -শৈশব কৈশোরের দূরন্তপনা, যা ভবিষ্যত নাগরিকদের সুষ্ঠু ভাবে গড়ে উঠবার অন্যতম শর্ত তা আজ আটকা পড়েছে টিভি কার্টুন আর কম্পিউটার গেম্স-এর বেড়াজালে। কলাবাড়ি গ্রামের খেলার মাট অবৈধভাবেই দখল হওয়ায় খেলার জায়গা না থাকায় শিশু-কিশোররা ঘরে বসে ইলেক্ট্রনিক্সযন্ত্র নির্ভর হয়ে পড়ছে। হচ্ছে মস্তিস্ক নির্ভর খেলায় অভ্যস্ত, শরীর নির্ভর খেলা ভূলে যাচ্ছে। শারীরিকভাবে অলস হয়ে যাচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না, এতে প্রায় শিশুরা খিটখিটে মেজাজের, অপরিপক্ক আচরণ এবং বিপথগামী পথে চলে যাওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।অবৈধভাবে দখলকৃত কান্দি মাটটি পুণরুদ্ধারে প্রশাসনিক সহ স্থানীয় দায়িত্বশীলদের প্রচেষ্টা অব্যাহত থাকুক সেই প্রত্যয় ব্যাক্ত করেন।