নিজ গ্রামে পৌঁছেছে গ্রীসে মারা যাওয়া ছাতকের শাহ রিজ্জাদ’র মরদেহ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গত ৯ সেপ্টেম্বর গ্রীস’র একটি হাসপাতালে মৃত্যুবরণকারী শাহ রিজ্জাদুর রহমান রেজার মরদেহ গ্রীস থেকে গ্রামের বাড়িতে পৌছেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আছর পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম শাহ রিজ্জাদুর রহমান রেজা’র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, গ্রীস বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ রিজ্জাদুর রহমান রেজা ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা।
প্রবাসে অবস্হানকালে গত ৯ সেপ্টেম্বর গ্রীসের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুসংবাদ পেয়ে পাইগাঁও সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।