ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরা ‘বাবু খাইছো’
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২০, ২:৪৭ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
মুক্তির ১০ দিনের মাথায় ৩৩ লাখের বেশি ভিউ দাঁড়িয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের নাটকটি। এতে ব্যবহৃত ‘বাবু খাইছো’ শিরোনামের গানটিও এ পর্যন্ত দেখা হয়েছে ৫৩ লাখের বেশি বার। এরই মধ্যে ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে সেরার তালিকায় উঠে এসেছে ‘বাবু খাইছো’।
প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে ‘বাবু খাইছো’ নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন কচি আহমেদ। আর নাটকের শিরোনাম সংগীতটি গেয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামে অধিক পরিচিত। ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে গানটির অবস্থান এখন নবম।
ঈগল টিমের অন্যতম সদস্য আলম আশরাফ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে “বাবু খাইছো?” নাটক ও টাইটেল সং ভাইরাল হয়। এবার নাটকটি ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে জায়গা করে নিয়েছে। এটি সত্যিই আনন্দের খবর। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’