বড় আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন মডেল লিয়ন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
তোফায়েল পাপ্পু, বিনোদন রিপোর্ট:
শৈশব থেকেই লক্ষ্যটা তার বড় অভিনেতা হওয়ার। একসময় স্বপ্ন দেখতো সিনেমার নায়ক হওয়ার। এখন ইচ্ছা সব মাধ্যমে কাজ করে নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে গড়ে তোলার প্রচেষ্ঠায় ছুটে চলেছেন মোশারফ হোসেন লিয়ন। গ্রামের বাড়ি ময়মনসিংহ। পরিবারে মা, বাবা, তিন ভাই ও দুই বোন থাকেন। বাবা ব্যবসা করেন বড় ভাই ডাক্তার আর ছোট ভাই প্রাইভেট চাকুরি করছেন। আর লিয়ন অভিনেতার হওয়ার জন্য জিম ট্রেইনারের পাশাপাশি মডেলিং করে যাচ্ছেন।
২০১৬ সালে এইচ এস সি পাশের পর থেকে তিনি মডেলিং-এ যুক্ত হন। বর্তমানে খজ ঋৎরবহফং গঁষঃরসবফরধ (এল আর ফ্রেন্ডস মাল্টিমিডিয়া) নামে নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরী করে নতুনদের সাথে নিয়ে মিউজিক ভিডিও, শর্ট ফিল্মসহ বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকেন।
মডেলিং ছাড়াও তিনি শর্ট ফিল্ম ও সিনেমাতে কাজ করে থাকেন লিয়ন। তিনি বলেন, অভিনেতা বা মডেলিং হিসেবে কাজ করে মানুষের কাছে পরিচিত হওয়া যায়। মডেলিং বা অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে অনেক কিছু তুলে ধরা যায়।
মডেলিং বা অভিনয় করা শখের বসে শুরু করা হলেও বর্তমানে পেশা হিসেবে নিতে চাইছেন তিনি। ছোটবেলা থেকে দেখে আসছেন বড় বড় অভিনেতা দেখে আসছেন ছবি বা নাটক দেখে স্বপ্ন দেখেছেন বড় আর্টিষ্ট হবেন।
মডেলিং বা অভিনয় হচ্ছে একটা আর্ট যা সবাই করতে পারেনা। তবে মানুষ পারে না এমন কিছু নেই। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তিনি ফ্যাশন ফটো শট, মিউজিক ভিডিও, মিউজিক্যাল ফিল্ম, দেশের সুনামধন্য ডিরেক্টর অন্তর হাসানের ডিরেক্টশনেও কাজ করেছেন। বর্তমানে হৃদয়ের আঙ্গিনায় নামক একটি সিনেমায় কাজ করছেন। সিনেমাটির পরিচালনায় আছেন কাশেম মন্ডল, প্রধান সহঃ পরিচালক জাহাঙ্গীর গাজী, সহঃ পরিচালকঃ দেলোয়ার সরকার, প্রডিউসার: বাবু হরিদাস শাহা পংকোজ, এবং প্রযোজনা করেছেন গঙ্গা মাল্টিমিডিয়া।
ভবিষ্যতে তিনি মডেলিং এর সাথে যুক্ত থেকে নিজেকে এগিয়ে নিতে চাইছেন। নতুনদের উদ্যেশ্যে তিনি বলেন মডেলিং বা অভিনেতা হিসেবে কাজ করা একটা চ্যালেঞ্জের মতো। কাজ করতে গেলে অনেক বাধা আসবে। নিজের আত্ম প্রচেষ্ঠাকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে অবশ্যই বড় অভিনেতা বা তারকা হওয়া যাবে।
ভবিষ্যতে তিনি নিজের চ্যানেলের মাধ্যমে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, সিনেমা, স্বল্প দৈর্ঘ ছবি সহ কমেডি নাটক তৈরী করে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে চাইছেন।