কুলাউড়ায় উদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ উদীচীশিল্পী গোষ্ঠীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টা পর্যন্ত পৌরশহরের মাগুরায় রুদ্রবীণাসংগীত বিদ্যালয়ে প্রশিক্ষণটি হয়।
সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার শুরু হয়। উদীচী কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক কঙ্কন নাগ, প্রচার সম্পাদক আরিফনুরএবং মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন উদীচীর কুলাউড়া শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বর্তমান সহসভাপতি অমলেন্দু চক্রবর্তীবিপুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কুলাউড়া শাখার সাবেক সহসভাপতি আব্দুললতিফ, বর্তমান সহসভাপতি সৈয়দা শাহ লতিফা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দাস, যুগ্ম সাধারণ সম্পাদকঅনিরুদ্ধ রায় চন্দন, সাংগঠনিক সম্পাদক জেবুলআহমদ সেবুল, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ ঘোষ, নির্বাহী সদস্য শিক্ষক সুরমান আলী, এইচ ডিরুবেল, শাকিরআহমদ, প্রভাষক আব্দুল খালিক প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় কুলাউড়া উপজেলার উদীচীর ৭০ জনকর্মী-সংগঠকঅংশগ্রহণকরেন।