মৌলভীবাজারে ৯ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশকে পিষে মারল চলন্ত গাড়ি
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে ৯ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপকে পিষে মারল চলন্ত গাড়ি। শনিবার সকালে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সায়েদ আলী মৃত সাপটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় সাপটি মারা গেছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, এটি দাঁড়াশ প্রজাতির নির্বিষ সাপ। বনে খাদ্যের সংকট সৃষ্টি হলে বনের প্রাণীরা প্রায় সময় সড়ক ও লোকালয়ে চলে আসে। আর এতেই সাপটি গাড়ির চাকায় পিষ্ট হয়।