মালেশিয়ায় মৃত্যুর ৪৬ দিন পর শ্রীমঙ্গলে পৌছলো সুখীর লাশ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৯:৫০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ এলাকার খালেদা আক্তার সুখী (২২)’র মৃত্যুর ৪৬ দিন পর বাংলাদেশে লাশ ফিরে আসলো । শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় বাংলাদেশে লাশ পৌছে। নিহত খালেদা আক্তার (সুখী) মোহাজেরাবাদ এলাকার খলিল খাঁনের মেয়ে।
জানা যায়, নিহত খালেদা আক্তার (সুখী)’র স্বামী কাওছার মিয়া (২৭) মালোশিয়ায় থাকেন। তাদের বিয়ের পর স্বামী তাকে মালোশিয়ায় নিয়ে যায়। দীর্ঘ দিন মালেশিয়ায় থাকার পর এক অনাকাঙ্খিত দূর্ঘটনায় সে মারা যায়। মৃত্যুর প্রায় ৪৬ দিন পর শ্রীমঙ্গলের মালোশিয়ান প্রবাসী, মৌলভীবাজার, সিলেটের সহযোগীতায় তার মৃতদেহ নিজ বাড়িতে পাঠানো হয়।
সংগঠনের সভাপতি মো. রাজিব রাজ ও সাধারণ সম্পাদক মো. নবীব আহমেদ জানান অনেক ত্যাগ স্বীকার করে এই করোনা পরিস্থিতিতেও আমরা খালেদা আক্তার (সুখী)’র লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের সংগঠন সবসময় প্রবাসীদের সহযোগীতায় অটুট থাকবে।